যশোরে আলমি শুরাপন্থীদের তিনদিনের জোড় ইজতেমা শুরু

যশোরে আলমি শুরাপন্থীদের তিনদিনের জোড় ইজতেমা শুরু

ফাতেহ ডেস্ক :

যশোরে শুরু হয়েছে আলমি শুরাপন্থীদের তিনদিনের জোড় ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ভারতীয় মুরুব্বি মাওলানা সানওয়ারের আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

এ ইজতেমায় অংশ নিয়েছেন খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২০ জেলার মুসল্লি।

ইজতেমার জন্য প্রায় ৭ লাখ বর্গফুট জায়গা ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা জেলা থেকে তাবলিগের মুরুব্বিরা এবং তিন চিল্লা সাথীগণ ইজতেমায় আসতে শুরু করেন।

শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এই জোড় ইজতেমা শেষ হবে।

আগের সংবাদশনিবার মজলিসে দাওয়াতুল হকের ২৫তম কেন্দ্রীয় ইজতেমা
পরবর্তি সংবাদঅনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ২ দালালসহ আটক ১৬