যেকোনো সময় জনবিস্ফোরণ: গয়েশ্বর

ফাতেহ ডেস্ক:

সরকারের অন্যায় অত্যাচারে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে।

আজ রোববার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নানশাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল স্মরণসভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অ্যাকশন অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন বলার সময় চলে এসেছে। জনগণের শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকে না। সব সময়ই সশ্রস্ত্র মানুষ নিরস্ত্র মানুষের কাছে পরাজিত হয়েছে। দেশের মানুষ সরকারের অন্যায় অত্যাচারে ক্ষুব্ধ হয়ে আছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। খালেদা জিয়ার আপোষহীনতার কারণে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের মানুষ তার ডাকে সারা দিয়েছে, এখানো তার সাথেই আছে। তার মতো আপোষহীন থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেশের মানুষ আমাদের স্মরণ করবে।’
Read more

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা অতীতে অনেক কিছু করেছি, এসব এখন ইতিহাস। আমরা যদি নতুন কিছু করতে না পারি তাহলে ইতিহাস থেকে আমাদের সবার নাম মুছে যাবে। এখন আমরা যদি আন্দোলন সংগ্রামের ডাক দেই, আর জনগণ যদি মনে করে এটা আমাদের মনের কথা, তাহলে তারাও সাড়া দিবে।’

আগের সংবাদ২৪ ঘণ্টা ফোন রেকর্ড হচ্ছে, দাবি মির্জা ফখরুলের
পরবর্তি সংবাদদেশে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে