
ফাতেহ ডেস্ক
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর ব্যাপারে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে কক্সবাজারে বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গাদের প্রাণহানি হলে সেই সংস্থাগুলো দায়ী থাকবে বলেও মন্তব্য তার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলেছি যে, আমরা বাংলাদেশে আশ্রিত কিছু রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে চাই, যেহেতু আবহাওয়া অফিস বলছে আগামী মৌসুমে অনেক বেশি বৃষ্টিপাত হবে।
এরপর ভূমিধ্বস হলে অনেক লোক মারা যাবেন। মানুষ মারা গেলে আমরা এর জন্য দায়বদ্ধ থাকবো না। ভাসানচরে পাঠানোর ব্যাপারে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা যারা বাধা দিচ্ছেন তারাই এরজন্য দায়বদ্ধ থাকবেন।’