রোহিঙ্গা ইস্যুতে সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে : সৌদি সিজিএস

রোহিঙ্গা ইস্যুতে সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে : সৌদি সিজিএস

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সৌদি আরব সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল ফায়াদ বিন হামিদ আল-রুওয়াইলি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন সৌদি সিজিএস। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

জেনারেল ফায়াদ ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমরা আগ্রাসনে যেতে চাই না, আমরা শান্তি চাই। তিনি সন্ত্রাস দমনে বাংলাদেশের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তার দেশের আকাঙ্ক্ষার কথা জানান।

মুসলিম উম্মাহর মধ্যে দ্বন্দ্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে ভ্রাতৃত্বের দ্বন্দ্বের অবসান করা উচিত। দ্বন্দ্বের কারণে এই সুবিধাটি অস্ত্র বিক্রেতাদের কাছে যায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে উসকানি দেয়া হয়েছে। তবে আমরা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

আগের সংবাদচীনের নিউজি মসজিদ : আরব্য এবং চীনা নির্মাণশৈলীর অপূর্ব সমন্বয়
পরবর্তি সংবাদ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য ফিলিস্তিনি জনগণ প্রস্তুত’