ফাতেহ ডেস্ক:
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কয়টি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে ফারসি ভাষা ও সাহিত্য ও উর্দু তার অন্যতম। উর্দু বিভাগ (পূর্ব নাম ফার্সী ও উর্দু) ১লা জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। তখন ফার্সিতে স্নাতকোত্তর এবং উর্দু সাবসিডিয়ারি হিসেবে শিক্ষাদান করা হত। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর উর্দুতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স শুরু হয়।
এই বিভাগের প্রথম বিভাগীয় প্রধান খান বাহাদুর ফিদা আলী খান। বিভাগের উল্লেখযোগ্য শিক্ষকের মধ্যে ছিলেন ড: আন্দালিব শাদানী, ডঃ শওকত সবজওয়ারী, ড. হানিফ আফতাব আহমেদ সিদ্দিকী। বাংলাদেশে ফার্সি ও উর্দু চর্চা এবং এর বিশাল ও বৈচিত্র্যময় সাহিত্য ভাণ্ডার থেকে রস আস্বাদনের ক্ষেত্রে এ বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৭ সাল থেকে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ আলাদা বিভাগ নামে কার্যক্রম শুরু করে।
বর্তমানে বিভাগের মধ্যে ৯ জন পূর্ণকালীন শিক্ষক ও ৬ জন খণ্ডকালীন শিক্ষক পাঠদান করছেন। পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে ৪ জন অধ্যাপক, ২ জন সহযোগী অধ্যাপক, ৩ জন সহকারী অধ্যাপক।
বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ইত্যাদি খেলায় সক্রিয় অংশগ্রহণ করে। বিভাগের একটি সেমিনার লাইব্রেরি ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে। বিভাগ সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক বনভোজন করে।
‘ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ উর্দু’ নামে একটি বার্ষিক জার্নালও বিভাগ প্রকাশ করে।