.jpg)
ফাতেহ ডেস্ক :
২০২০-২০২২ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম।
রাজধানীর একটি অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান।
শপথ শেষে দেশবাসী ও সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে ডা: শফিকুর রহমান বলেন, আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা ভোটের মাধ্যমে আমাকে এ সংগঠনের আমীর নির্বাচিত করেছেন। দলের দায়িত্ব পালনে আমি আমার প্রিয় দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা, আন্তরিক দোয়া এবং মহান আল্লাহ তা’য়ালার একান্ত সাহায্য ও রহমত কামনা করছি।
তিনি আরো বলেন, বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের যাদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জন করেছি। শ্রদ্ধার সাথে বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে।
এ ছাড়াও তিনি জামায়াতের সাবেক বেশ ক’জন নেতাকে স্মরণ করেন, যারা ইন্তেকাল করেছেন ও কারাগারে বন্দি আছেন।