শান্তিচুক্তি বিষয়ে পাকিস্তান সফরে শীর্ষ আফগান কর্মকর্তা

ফাতেহ ডেস্ক:

এক দশকেরও বেশি সময় পর তিন দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান। এ নিয়ে আফগান সরকারের কোনো প্রতিক্রিয়া না এলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে পাকিস্তান।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে কাতারের রাজশানী দোহায়। এমন সময় এক দশকের বেশি সময় পর পাকিস্তানে গেলেন আবদুল্লাহ আবদুল্লাহ।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ পাক নেতাদের সঙ্গে বৈঠক করবেন এ আফগান কূটনীতিক। এতে আফগান দলগুলোর মধ্যে চলমান সংলাপ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন তারা।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তানে যুদ্ধ বন্ধে একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে কাতারের দোহায় শুরু হয় বিবাদমান আফগান রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি আলোচনা।

মার্কিন গণমাধ্যমটি বলছে, আফগান শান্তি প্রক্রিয়ায় তালেবানদের আনতে উৎসাহিত করেছে পাকিস্তান। সেইসঙ্গে দীর্ঘস্থায়ী এ যুদ্ধ থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে আসতে সহায়তাও করেছে দেশটি। এ জন্যই দেশটিকে এর কৃতিত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আগের সংবাদএমসি কলেজকাণ্ড: তারেকও গ্রেপ্তার
পরবর্তি সংবাদদুই সপ্তাহ আগের দামে চাল বিক্রির নির্দেশ