শ্রীলঙ্কার মসজিদে নিরাপত্তা জোরদার

ফাতেহ ডেস্ক

বোমা হামলার পরিপ্রেক্ষিতে ১ মে থেকে অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করেছে শ্রীলঙ্কা সরকার। এদিকে রোববারের হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৩৯ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার সামনে রেখে মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।

ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার পর এখনো থমথমে শ্রীলঙ্কা। রাজধানী কলোম্বোর ৪০ কিলোমিটার দূরের পুগোডা শহরে ম্যাজিস্ট্রেট কোর্টের পেছনে বৃহস্পতিবার সকালেও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গির্জা ও হোটেলে বোমা হামলার ঘটনায় তৈরি হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা। সংঘাতের আশঙ্কায় নেগোম্বো থেকে কয়েকশ মুসলিমের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, জঙ্গি হামলার আশঙ্কায় শুক্রবার সারাদেশের মসজিদে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে সতর্ক করেছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। এছাড়া রাজধানী কলম্বোতে ২৯ এপ্রিল পর্যন্ত সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৯ এপ্রিল খুলবে জানিয়ে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

বোমা হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় তিনি জানান, শ্রীলঙ্কা হামলায় এখন পর্যন্ত ১৩৯ সন্দেহভাজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গোয়েন্দারা আগে থেকেই নজরদারিতে রাখলেও তাদের আটক করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে ছিল না।

অন্যদিকে, সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সাংগ্রি লা হোটেলে আত্মঘাতী হামলাকারী ইলহাম ইব্রাহীম আগে একবার আটক হয়েছিলেন। তবে প্রমাণের অভাবে পরে তাকে ছেড়ে দেয়া হয়। সাংগ্রি লা হোটেলে ইলহামের বিস্ফোরিত বোমাতেই প্রাণ হারায় বাংলাদেশের শিশু জায়ান চৌধুরীসহ অনেক বিদেশি পর্যটক।

২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে আত্মঘাতী বোমা হামলা হয়। পরে আরো দুটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাড়ে তিনশরো বেশি নিহত এবং অন্তত ৫০০ জন আহত হয়েছেন। এ ঘটনার তদন্তে শ্রীলঙ্কাকে সহায়তা দিচ্ছে এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, ইন্টারপোলসহ ৬টি দেশের সংস্থা।

আগের সংবাদতাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই
পরবর্তি সংবাদদাওরার আগামী কালের পরীক্ষাও স্থগিত, ২৭ এপ্রিল থেকে যথারীতি পরীক্ষা চলবে