
ফাতেহ ডেস্ক
শ্রীলঙ্কায় পূর্বাঞ্চলীয় প্রদেশে ‘জঙ্গিবিরোধী’ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে্ন তিনজন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ নারী ও ৬ শিশু রয়েছে। ২৪ ঘণ্টায় কালমুনাই, চাভালাকাদাই ও সাম্মানথুরাই এলাকায় সেনাবাহিনীর অভিযানে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে শিগগিরি শ্রীলঙ্কায় আইএস তৎপরতা নির্মুলের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপরই পূর্বাঞ্চলে একযোগে অভিযান চালায় সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায় শুক্রবার রাতে একটি বাড়িতে অভিযানে গেলে তাদের লক্ষ্য করে তিনটি বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন একটি দল। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে তারা। সেনাবাহিনী পাল্টা হামলা চালালে ঘটে হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে সন্দেহভাজ হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আইএসের পতাকা উদ্ধার করা হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বাঞ্চলের কালমুনাই, চাভালাকাদাই ও সাম্মানথুরাই এলাকায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ।
ইস্টার সানডেতে কিংসবারি হোটেলে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, একটি লাল গাড়িতে করে হোটেলে আসে হামলাকারী। অন্য অতিথির মতোই চলাচল করতে দেখা যায় তাকে।
এদিকে, শ্রীলঙ্কায় আরো হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ অবস্থায়, দেশটিতে অবস্থানরত সরকারি কর্মকতাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, শ্রীলঙ্কায় মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয়া হয়।
রোববারের হামলার পর থেকে বন্ধ থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান ৬ মে খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণ দেখিয়ে মে দিবসের র্যালি না করার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।