![122712_bangladesh_pratidin_pm_shaikh_hasina_bdp](https://fateh24.com/wp-content/uploads/2022/03/122712_bangladesh_pratidin_pm_shaikh_hasina_bdp.jpg)
ফাতেহ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে আগামী ৭ মার্চ ঢাকা ত্যাগ করে ১২ মার্চ ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।
এবারের সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরও অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এছাড়া ৮ মার্চ নারী দিবসে ওই দেশের আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।