
ফাতেহ ডেস্ক :
সরকারের গোয়েন্দা সংস্থা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে ত্রুটি খুঁজে ইসলামী ছাত্র আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা উত্তর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীদেরকে সাহাবাদের অনুসরণ করতে হবে। ইসলামী আদর্শ বিলীন করে ইসলামী আন্দোলন সফল করা সম্ভব নয়।
এছাড়াও সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নোয়াখালী জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।