
ফাতেহ ডেস্ক
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল করলে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।
জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা, জীবাণুনাশক ওষুধ ছিটাতেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে রাজধানীর মোড়ে মোড়ে জনসমাগম এবং রাস্তায় মানুষের অহেতুক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুলিশ। তাই অকারণে কেউ যেন রাস্তায় বের না হয় সেদিকে নজর রাখছে তারা। খাবার ও ওষুধের দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়েও নির্দেশ দেয়া হয়েছে।
-এ