সেজান জুস কারখানা ট্র্যাজেডি: ২৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের মরদেহ আজ হস্তান্তর করা হয়েছে।

প্রায় এক মাসের দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার (৪ আগস্ট) দুপুর ২টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে এসব স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মরদেহ বুঝে নিতে সকাল থেকেই দুই হাসপাতালে অপেক্ষা করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। এ সময় তাঁদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

ঢামেক মর্গের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার মিয়া বলেন, ‘আজ ২৪টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

গত মাসের ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৪৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরের দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার ভেতর থেকে ৪৮টি পোড়া মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। পরে ময়নাতদন্তের জন্য তা ঢামেক মর্গে পাঠায়।

আগের সংবাদশিবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
পরবর্তি সংবাদআফগানে ২০ বছরে ৩০,১৭৭ মার্কিন সেনার আত্মহত্যা!