
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় একটি ফরাসি রেস্তোরাঁ নারীদের হিজাব বা ইসলামিক পোশাক পরে সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি নিয়ে ক্রেতাসাধারণ ও সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। খবর মিডলইস্ট মনিটরের।
একটি বিখ্যাত ফরাসি চেইন রেস্তোরাঁর জেদ্দা শাখা ‘বাগাটেলে জেদ্দা’ গত সপ্তাহে ও চলতি সপ্তাহের শুরুর দিকে হিজাব পরা নারীদের সেখানে প্রবেশে বাধা দিয়েছে বলে জানা গেছে। এমনকি সৌদি আরবের নারীদের পরা ঢিলেঢালা পোশাকও তারা অনুমোদন করেনি। ঐতিহ্যগতভাবে সৌদি পুরুষদের পরা লম্বা আলখেল্লাও নিষিদ্ধ করেছে রেস্তোরাঁটি।
বিষয়টি নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয় কিছু সংবাদমাধ্যম খবর দিয়েছে যে জেদ্দার সরকারি আইন কর্মকর্তা রেস্তোরাঁটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।