
ফাতেহ ডেস্ক :
আজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ ময়দানে অনুষ্ঠিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে অধ্যক্ষ মিজানুর রহমান পীর সাহেব দেওনা বলেছেন, স্কুল-কলেজের পাঠ্যসূচিতে রাসুলের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে রাসুলের জীবনী বলতে কিছুই নাই। যা পড়ানো হয় তা শুধু মাদরাসায়। অথচ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে জেনারেল শিক্ষায়ও সিরাতের চর্চা অপরিহার্য ছিল। কারণ, আদর্শ জীবন গঠনে রাসুলের জীবন চর্চার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, খতমে নবুওয়াত আন্দোলনের এ দাবিটি দীর্ঘদিনের। হজরত শায়খুল হাদীস রহ. ও খতিব সাহেব রহ.-ও জীবনভর এ দাবি আদায়ের ব্যাপারে সোচ্চার ছিলেন।
তিনি আরও বলেন, খতমে নবুওত তথা কাদিয়ানি-বিরোধী আন্দোলনে আমাদের সোচ্চার হতে হবে। আন্দোলনের মূল দাবি, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে।। আন্দোলন হতে হবে সুদূরপ্রসারী। প্রত্যেক ঘরে ঘরে এ আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে।
খতমে নবুওত সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।