সড়ক দুর্ঘটনায় নিহত সমাধান শিল্পীগোষ্ঠীর দুই নাশিদ শিল্পী

ফাতেহ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন সমাধান শিল্পীগোষ্ঠীর ফরিদপুর শাখার পরিচালক নাশিদ শিল্পী মাহমুদুল হাসান কুদরত ও তার খালাতো ভাই নাশিদ শিল্পী মুহাম্মদ ওমর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সমাধান শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহমুদুল হাসান কুদরত বাইক চালাচ্ছিলেন। তার পেছনে আরোহী ছিলেন তার আপন খালাতো ভাই ওমর। ফরিদপুরের মধুখালী মহাসড়কে একটি লড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী আরো জানান, আজ মঙ্গলবার সকাল এগারোটায় জানাযা শেষে মাহমুদুল হাসান কুদরতকে তার নানুবাড়ি মাগুড়ার শিমুলিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আগের সংবাদহিজাব বিতর্কে পরীক্ষা না দেয়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার সুযোগ পাবেন না
পরবর্তি সংবাদতেল উৎপাদনে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে: প্রধানমন্ত্রী