হ|ম|স যে কারণে দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করে থাকে

দ্বি-রাষ্ট্র সমাধান আবার প্রত্যাখ্যান করলো ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

সম্প্রতি এক পডকাস্টে জাতিসংঘ প্রণীত দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যানের কারণ বর্ণনা করেছেন সংগঠনটির প্রভাবশালী শীর্ষ নেতা খালেদ মিশাল।

তিনি বলেন, ফিলিস্তিনিরা জায়োনিস্টদের দখলদারিত্ব থেকে মুক্তি চায়। চায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে।

তিনি আরো বলেন, ৭ অক্টোবরের ঘটনা এই অঞ্চলে পশ্চিমাদের রাজনৈতিক ভিশন পাল্টে দিতে শুরু করায় আবার তারা দ্বি-রাষ্ট্র সমাধানের পুরোনো প্রকল্পকে সামনে নিয়ে এসেছে। অথচ ১৯৬৭ এর সীমানা অনুসারে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন নিজেদেরই ভূখণ্ড থেকে পাবে মাত্র ৫ ভাগের ১ ভাগ! এছাড়া ৬৭ এর এই সীমানা ভাগাভাগিতে সম্মতি ছিলো
শুধুমাত্র ২১ শতাংশ ফিলিস্তিনির। তাই দ্বি-রাষ্ট্র সমাধান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি প্রকল্প রয়েছে যার উপর অর্ধেক ফিলিস্তিনির ঐক্যমত রয়েছে। আর তা হলো সাগর থেকে নদী, রা’সুন নাকুরা থেকে উম্মুল রাশরাশ বা আকাবা উপসাগর পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডের অধিকার কোনোভাবেই ছাড়া হবে না। প্রাচীন থেকে আধুনিক সর্বযুগেই এতে আমাদের অবস্থান ছিলো।

এছাড়া তিনি দ্বি-রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান পূর্বক ফিলিস্তিনি উপদলগুলোর সাথে একটি সম্মিলিত বৈঠক ও জাতীয় কর্মসূচির আহবান জানান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আগের সংবাদহজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ, বাড়ছে না সময়
পরবর্তি সংবাদকরোনার নতুন ধরন বাংলাদেশেও শনাক্ত