হাইয়াতুল উলইয়ায় চট্টগ্রাম জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে খেলাফত যুব মজলিস

ফাতেহ ডেস্ক

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধিনে অনুষ্ঠিত ২০১৮-১৯ সালের দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় চট্টগ্রাম জেলা থেকে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা। সঙ্গে দলটির জেলা সম্মেলনও অনুষ্ঠিত হবে।

মহানগর সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের সভাপতিত্বে আগামী (১৩ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে এই সংবর্ধনা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আলী উসমান কৃতি সংবর্ধনা ও জেলা সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত যুবমজলিসের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করবেন চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, জামেয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ খেলাফত ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হোসেন ও মাওলানা আবুল হাসানাত জালালী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ওলামা মাশায়েখ, লেখক, গবেষক উপস্থিত থাকবেন।

আগের সংবাদধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় একইসঙ্গে কাজ করবে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়
পরবর্তি সংবাদআমিরাতে ভোটের জন্য নারী প্রার্থীর প্রচারণা, ফেস্টুনে বহুবিবাহের উৎসাহ