হাফেজ্জী হুজুর রহ. এর ছোট মেয়ের ইন্তেকাল

উপমহাদেশের কিংবদন্তী আলেমেদ্বীন হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট মেয়ে, আল্লামা আবদুল হাই পাহাড়পুরী রহ. এর সহধর্মীনী তায়্যিবা বেগম ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

জানা যায়, আজ রোববার (২০ নভেম্বর) বেলা ১২ টায় রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫।

সূত্র বলছে, আজ এশার নামাজের পর ঢাকার কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া নূরিয়া ইসলামিয়া প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আগের সংবাদ‘গাজা পুনর্নির্মাণের’ প্রতিশ্রুতি দিলেন এরদোগান
পরবর্তি সংবাদগাজায় এক পরিবারের ৪১ সদস্যকে হত্যা