![398741_167](https://fateh24.com/wp-content/uploads/2019/09/398741_167.jpg)
ফাতেহ ডেস্ক
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেফাকের যুগ্ম মহাসচিব ও হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা মুফতি নুরুল আমীন সাহেব। ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন সাহেব ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘হুজুর এখন অনেকটাই সুস্থ। গতকালই রিং নতুন করে স্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালের চেয়ে অনেক উন্নতি হয়েছে স্বাস্থ্যের।’
রাকিব