২০২০ সালে ‘সর্বশ্রেষ্ঠ’ হজব্যবস্থাপনা ‘উপহার’ দেয়ার ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

২০২০ সালে বাংলাদেশের হজযাত্রীদেরকে সর্বশ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সৌদি আরবের মক্কায় মঙ্গলবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ ঘোষণা দেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, দুর্নীতি দমনের মাধ্যমে এবারের হজ ব্যবস্থাপনা সফল হয়েছে।

এ বছর হজ ব্যবস্থাপনায় সফলতার জন্য মক্কা নগরীতে প্রবাসী আওয়ামী কমিউনিটি মক্কা, সৌদি আরবসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে সফররত ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা দেয়া হয়।

আগের সংবাদফেনীতে জাতীয় লেখক পরিষদ-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদইসরাইলের বিরুদ্ধে ওআইসি’র জরুরি বৈঠকের আহ্বান সৌদি আরবের