২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন

ফাতেহ ডেস্ক:

নিজের ক্ষমতার মেয়াদ বৃদ্ধির ডিক্রিতে স্বাক্ষর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবিধানে পরিবর্তনের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। এর আগে গণভোটে পুতিনের সংবিধান পরিবর্তনে সায় দেন নাগরিকরা।

আলজাজিরার খবর থেকে জানা যায়, শুক্রবার ডিক্রিতে সাক্ষর করেন প্রেসিডেন্ট পুতিন। ৪ জুলাই শনিবার থেকে সেটি কার্যকর হয়। প্রেসিডেন্ট পুতিন ভার্চুয়াল মিটিংয়ে কর্মকর্তাদের বলেন, দেশের জনগন তাদের পছন্দ অনুযায়ী রায় দিয়েছেন। তাদের রায়কে শ্রদ্ধা করে আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবিধানে পরিবর্তন আসবে।

তিনি আরো বলেন, অনেক বিষয় আছে যার সবকিছু সংবিধানে যুক্ত করা সম্ভব নয়, কিন্তু সমাজের জন্য সেগুলো প্রয়োজন। সেগুলো আইন করে কাজে লাগানো হবে।

পুতিনের ক্ষমতার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। এরপর তিনি ছয় বছর করে দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন।

আগের সংবাদসীমান্ত হত্যা নিয়ে সরকার টু শব্দটি পর্যন্ত করে না: রিজভী
পরবর্তি সংবাদসরকারের সামনে তিন চ্যালেঞ্জ দেখছেন ওবায়দুল কাদের