৬৭% মানুষের মৃত্যু অসংক্রামক রোগে

ফাতেহ ডেস্ক:

দেশে ম্যালেরিয়া, গোদরোগ, কালাজ্বরের মতো সংক্রামক রোগের প্রকোপ কমে এসেছে। মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, ক্যানসারের মতো অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এখন দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশ হচ্ছে অসংক্রামক রোগে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত কেন্দ্রীয় সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সেমিনার কমিটি গতকাল রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে। মাসিক এই সেমিনারের এবারের বিষয় ছিল স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অর্জন।

বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে মূল উপস্থাপনায় বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মো. আতিকুল হক বলেন, দেশে এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধা)। মৃত্যুর দ্বিতীয় ও তৃতীয় প্রধান কারণ যথাক্রমে হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ।

সেমিনারে উপস্থাপন করা তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৫ শতাংশ ধূমপানে অভ্যস্ত। প্রাপ্তবয়স্কদের ৬ শতাংশ স্থূল, অর্থাৎ তাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, ২০–৭৯ বছর বয়সীদের ১৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছে এবং ৩৫ বছরের বেশি বয়সী ৪৫ শতাংশ নারী ও ৩৪ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

আগের সংবাদবিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগগুলোর ‘সঙ্কট’ কাটছে না
পরবর্তি সংবাদমিরপুরে মায়ের সামনে বিআরটিসি বাসচাপায় পিষ্ট শিশু