আবারও প্রশ্নফাঁসের ঘটনা, আজকের পরীক্ষা স্থগিত ঘোষণা হাইয়াতুল উলয়ার

ফাতেহ ডেস্ক

আবারও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর এ বছরের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর পরীক্ষার। এ জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে আজকের (বৃহস্পতিবার ২৫ এপ্রিল) আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ও মুফতি রুহুল আমিন। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

হাইয়াতুল উলয়ার উভয় সদস্য জানান, আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আজ একটি জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আগের সংবাদদলকে অগ্রাহ্য করে শপথ নিলেন বিএনপি’র জাহিদ
পরবর্তি সংবাদ‘বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা চলছে’