
ফাতেহ ডেস্ক
ওয়াসার পানিতে নয়, সরবরাহ লাইনে সমস্যার কারণে পানি পানযোগ্য থাকে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সচিবালয়ে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ওয়াসার সরবরাহ করা পানি নিরাপদ ও পানযোগ্য। কিন্তু লাইনে সংস্কারের অভাব ও বাসা বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার না করার কারণে পানি পানযোগ্য থাকে না।
এসময় আগুনসহ অন্যান্য দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, প্রাণহানি এড়াতে ভবন মালিক ও বাসিন্দাদের সচেতন হতে হবে। দুর্ঘটনার সময় করনীয় বিষয়ে লিফলেট ও বুকলেট তৈরির উদ্যোগ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।