
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীদের মরদেহ গ্রহণ করবেন না সেখানকার মুসলিম জনগোষ্ঠী। এমনকি, মসজিদে তাদের জানাজার অনুমতিও দেয়া হবে না। শ্রীলঙ্কার ইমামদের প্রধান সংগঠন এসিজেইউ এই তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নীরিহ সাধারণ মানুষের ওপর যারা এই নৃশংসতা চালিয়েছে, তারা আমাদের কেউ নয়।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে এসিজেইউর নেতারা এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান যাতে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা হয়।