নিজের মা ও নানীকে কুপিয়ে হত্যা করল পাষণ্ড এক যুবক

ফাতেহ ডেস্ক

নিজের মা ও নানীকে কুপিয়ে হত্যা করল পাষণ্ড এক যুবক। আজ শুক্রবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। পাষণ্ড ওই যুবকের নাম ইমরান হোসেন (২৫)।

নিহতরা হলেন- মা মর্জিনা খাতুন (৫০) ও নানী শামসুন নাহার (৮০)। মর্জিনা মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে ইমরান তার মা ও নানীকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠোনো হয়েছে।

আগের সংবাদহামলাকারীদের মরদেহ গ্রহণ করবেন না লংকান মুসলমানেরা, পড়া হবে না জানাজা
পরবর্তি সংবাদদাঙ্গার আশংকায় পালিয়ে বেড়াচ্ছেন লংকান মুসলমানেরা