সিলেটে সাদপন্থীদের ইজতেমা বন্ধ

ফাতেহ ডেস্ক

প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা মাঠে তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করেও একদিনেই ফিরে যাচ্ছেন সাদপন্থীরা। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোনাজাতের মাধ্যমে আয়োজনের ইতি টানেন তারা।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বদিকোনার মাঠে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।

জানা গেছে, দক্ষিণ সুরমার বদিকোনা মাঠে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল তিন দিনব্যাপী সিলেট জেলা ইজতেমার ঘোষণা দেন সাদপন্থীরা। তাদের এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দেওবন্দি অনুসারী তাবলিগ জামাতের আলেম-ওলামারা। ইজতেমা বন্ধে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তারা।

এ ছাড়া বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করেন দেওবন্দিরা। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে ইজতেমা করার জন্য লিখিত অনুমতি দেয়নি জেলা প্রশাসন।

অপরদিকে নিরাপত্তার স্বার্থে ইজতেমা না করার নির্দেশ দেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে, প্যান্ডেল তৈরি করে বদিকোনা মাঠে জেলা ইজতেমার আয়োজন করেছেন সাদপন্থীরা। ইজতেমার আনুষ্ঠানিকতার মতো প্যান্ডেলে অবস্থান নিয়ে আম বয়ানও শুরু করেছেন সাদপন্থীরা।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা একরাত অবস্থানের জন্য পুলিশের কাছ থেকে মৌখিক অনুমোদন নেন। শুক্রবার সকালে তারা চলে যাবেন বলেও জানান।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, শ্রীলঙ্কায় বোমা হামলাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ২৫, ২৬ ও ২৭ এপ্রিলের ইজতেমা করার অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে বদিকোনায় কোনো ইজতমা হচ্ছে না। শুধু একরাতের জন্য শবগুজারির অনুমতি দেয়া হয়েছে।

আগের সংবাদসমরকন্দ বিজেতা কুতাইবা বিন মুসলিম
পরবর্তি সংবাদ‘সরকারের চাপের কারণেই জাহিদুরের শপথ’