ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার ভোরে গাজার দির বালাক এলাকায় ইসরাইলি সীমান্তের কাছে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।

ইসরাইলি সেনাদের দাবি- ইসরাইলি সীমান্তের কাছে গাজা থেকে রকেট নিক্ষেপের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়।

সম্প্রতি গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি জঙ্গিবিমান ও কামান হামলা বেড়েছে। যখন ইচ্ছা তখনই গাজায় আগ্রাসন ইহুদিবাদী দেশটির দখলদার সেনারা। প্রায় এক শতক ধরে নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিবাদীদের হাতে এভাবেই মার খাচ্ছে ফিলিস্তিনিরা।

আগের সংবাদজার্নি উইথ বাহাদুর শাহ
পরবর্তি সংবাদনরওয়ের মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলা