নরওয়ের মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আবার মসজিদে হামলা চালালো এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। এবার তার হামলার নির্মম শিকার হলো নামাজ পড়তে আসা ৭৫ বছর বয়সী এক মুসল্লি। শনিবার নরওয়ের রাজধানী অসলোর উপকণ্ঠে বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি ও আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মুসল্লির অবস্থা এখনও জানা যায়নি। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

মসজিদ কমিটির পরিচালক ইরফান মুসতাক স্থানীয় পত্রিকাকে বলেন, আমাদের কমিটির এক সদস্যকে হেলমেট ও ইউনিফর্মধারী এক শ্বেতাঙ্গ গুলি করেছে।

তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলেন মসজিদের অপর এক মুসল্লি।

পুলিশ হামলাকারী সন্দেহে নরওয়ের নাগরিক ২০ বছরের এক শ্বেতাঙ্গ যুবককেকে আটক করেছে। পরে হামলাকারীর বাড়ি গিয়ে এক নারীর মরদেহ দেখতে পায় পুলিশ। পুলিশের ধারণা তাকেও সে হত্যা করেছে।

আগের সংবাদইসরাইলি সেনাদের গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি
পরবর্তি সংবাদশোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান