![ফাতেহ](https://fateh24.com/wp-content/uploads/2019/09/ফাতেহ-61-696x392.jpg)
ফাতেহ ডেস্ক
২০২০ সালে বাংলাদেশের হজযাত্রীদেরকে সর্বশ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সৌদি আরবের মক্কায় মঙ্গলবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ ঘোষণা দেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, দুর্নীতি দমনের মাধ্যমে এবারের হজ ব্যবস্থাপনা সফল হয়েছে।
এ বছর হজ ব্যবস্থাপনায় সফলতার জন্য মক্কা নগরীতে প্রবাসী আওয়ামী কমিউনিটি মক্কা, সৌদি আরবসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে সফররত ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা দেয়া হয়।