আমিরাতে ভোটের জন্য নারী প্রার্থীর প্রচারণা, ফেস্টুনে বহুবিবাহের উৎসাহ

আন্তর্জাতিক ডেস্ক

আরব আমিরাতে আসন্ন নির্বাচন উপলক্ষে এক নারী প্রার্থীর প্রচারণা নজর কেড়েছে সবার। ওই নারী প্রার্থী তার প্রচারণার ফেস্টুনে দেশের সামর্থ্যবান পুরুষদেরকে বিধবা নারীদের সহায়তায় লক্ষ্যে একাধিক বিয়ের আহবান জানিয়েছেন।

বিধবা নারীদের সহায়তায় লক্ষ্যে দেশের সামর্থ্যবান পুরুষদেরকে একাধিক বিয়ের সেই আহবানের পর থেকে তিনি প্রশংসায় ভাসছেন। ওই নারী প্রার্থী মনে করেন, পুরুষরা একাধিক বিয়ে করলে বিধবা নারীদের আশ্রয়ের স্থান উন্মুক্ত হবে। তিনি বলেন, এমনো বিধবা নারী আছে যারা খুবই অল্প বয়সে স্বামী হারান। এসব বিধবা নারীদের বিয়ে করাটা পুরুষ সমাজের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, আরব আমিরাতে আগামী অক্টোবরের ৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (এফএনসি) নির্বাচন। এ উপলক্ষে আরব আমিরাত জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। দেশটির সাত প্রদেশ থেকে ৪৯৫ জন প্রার্থী ২০টি আসনে লড়ছেন। এরমধ্যে ৩৭ শতাংশ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগের সংবাদহাইয়াতুল উলইয়ায় চট্টগ্রাম জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে খেলাফত যুব মজলিস
পরবর্তি সংবাদডা. জাকির নায়েকের করা মামলায় মালয়েশিয়ার দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ