চলে গেলেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহউদ্দিন লাহোরি

ফাতেহ ডেস্ক :

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর প্রবীণ মুহাদ্দিস, দেশের হাজারো আলেমের উসতাদ মাওলানা সালাহউদ্দিন লাহোরি আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। ঢাকা হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। জীবনের শেষদিনগুলো নিজ বাসভবনে চিকিৎসাধিন কাটিয়েছেন। কর্মজীবনে তিনি সুদীর্ঘ পঞ্চাশ বছরেরও অধিক সময় আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক ও মুহাদ্দিস হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর পরিবার সকলের কাছে তাঁর জন্য মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন।

তাঁর জানাজার সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে

আগের সংবাদ‘কুর্দিরা অস্ত্র সমর্পণ করলেই তুর্কি বাহিনীর অভিযান বন্ধ করা হবে’
পরবর্তি সংবাদভারতের জেলেকে আটক করায় বিএসএফের গালাগালি ও গুলিবর্ষণ, বিজিবির পাল্টা গুলিতে নিহত ১ বিএসএফ জওয়ান