নিখোঁজ আরেকজন মাদরাসা শিক্ষক, তুলে নেওয়া হয়েছে র‌্যাব পরিচয়ে

নিখোঁজ হলেন আরেকজন মাদরাসাশিক্ষক, তুলে নেওয়া হয়েছে র‌্যাব পরিচয়ে

ফাতেহ ডেস্ক :

র‌্যাব পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নেবার পর থেকে কোনো খোঁজ মিলছে না জামিয়া মাদানিয়া সিলোনিয়া ফেনী’র শিক্ষক মাওলানা আজিজুল হকের (৩৬)। গতকাল বুধবার রাতে এশার নামাজের আগ মুহূর্তে সিলোনিয়া মাদরাসার পার্শ্বস্থ নিজ বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায় র‌্যাবের পোশাক পরা একটি দল। অভিযোগ পরিবারের।

নিখোঁজের ভাগিনা নাসিম মাহমুদ ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, বুধবার রাতে এশার আজানের পর তাঁর মামা মসজিদে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় র্যাবের একটি দল তাঁর বাসায় প্রবেশ করে প্রথমেই তাঁর ও তাঁর স্ত্রীর মোবাইল এবং ল্যাপটপ নিয়ে নেয়। তারপর বেশ কিছু জিজ্ঞাসাবাদের পর তাঁকে র্যাবের গাড়িতে করে তুলে নিয়ে যায়। ঘরে তখন মাওলানা আজিজুল হক ছাড়া তাঁর স্ত্রী আর ছোট তিন সন্তান ছিলেন। তুলে নিয়ে যাওয়ার সময় কোথায় এবং কেন নিয়ে যাচ্ছে এ ব্যাপারে তাঁদেরকে কিছুই বলেনি বলে জানান নাসিম মাহমুদ।

তুলে নিয়ে যাবার পর থেকে পরিবারের লোকজন আর কোনো খোঁজ পাচ্ছেন না মাওলানা আজিজুল হকের।

মাওলানা আজিজুল হক জামিয়া মাদানিয়া সিলোনিয়া ফেনীতে শিক্ষকতার সুবাদে মাদরাসার পাশেই স্ত্রী-সন্তানসহ বাসা নিয়ে থাকেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি চট্টগ্রামের বিখ্যাত পটিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন।

এদিকে জামিয়া মাদানিয়া সিলোনিয়ার মুহতামিম মাওলানা শেখ সাইফুদ্দীন কাসেমির সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। তবে নিখোঁজের ভাগিনা নাসিম মাহমুদ জানিয়েছেন, মুহতামিম সাহেবের সঙ্গে গতরাতেই তাঁদের কথা হয়েছে ফোনে। তিনি বলেছেন, মাওলানা আজিজুল হককে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। কেন এবং কোথায়, তা তাঁকে জানতে দেওয়া হয়নি।

নাসিম মাহমুদ জানান, মুহতামিম সাহেবও চেষ্টা-তদবির করে কোনো খোঁজ পাচ্ছেন না নিখোঁজের।

নাসিম মাহমুদ আরও জানান, তাঁর মামা ইতিপূর্বে কখনো কোনো প্রশাসনিক ঝামেলায় পড়েননি এবং তাঁর ব্যাপারে কখনো কোনো অভিযোগও ছিল না। মাদরাসায় পাঠদানেই নিমগ্ন থাকতেন সর্বদা।

আগের সংবাদনিষিদ্ধ ঘোষিত পণ্য বহনের দায়ে এসএ পরিবহনের শাখা-ব্যবস্থাপকসহ দুজনের কারাদণ্ড
পরবর্তি সংবাদএনআরসি : আসামের ডিটেনশন ক্যাম্পে আটক ২৮ জনের মৃত্যু