বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিংয়ে ষষ্ঠ সৌদি আরবের কিং আবদুল্লাহ

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিংয়ে ষষ্ঠ সৌদি আরবের কিং আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক :

বিগত ৫০ বছরে প্রতিষ্ঠিত বিশ্বের সেরা ১৭৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রেঙ্কিংয়ে ষষ্ঠ ও মধ্যপ্রাচ্যে প্রথম স্থান অর্জন করেছে বিজ্ঞান গবেষণা বিশ্ববিদ্যালয় সৌদি আরবের কিং আবদুল্লাহ। খবর আল আরাবিয়া।

এর আগে সৌদি আরবের কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কেএএসটি) ১৪ জন বিজ্ঞানী ২০১৯ সালের গুণি গবেষকদের তালিকায় যুক্ত হয়েছেন।

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টনি চেন বলেন, গবেষণা একাডেমিকস এবং বিশ্বের নামী বিজ্ঞানীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় গর্বিত। কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এটা আমাদের দেশের জন্য গৌরবের।আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৪ জন বিজ্ঞানী আন্তর্জাতিক গবেষকের তালিকায় যুক্ত হওয়া আমাদের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছরের ক্যারিয়ারের বৃহত্তম সাফল্য বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, কিং আবদুল্লাহ সায়েন্স ভ্যাটিকোলজির গবেষকদের বিশ্বব্যাপী তালিকায় যোগদানের ফলে সৌদি আরবে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে আরও সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টার ফলেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা তাদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, বিজ্ঞানীদের এ বিশ্বব্যাপী তালিকায় ৬০টি দেশের বিভিন্ন ক্ষেত্রে উচ্চ অভিজ্ঞতার ভিত্তিতে ৬২১৭ জন গবেষক ও বিজ্ঞানী অন্তর্ভুক্ত রয়েছেন।

আগের সংবাদময়মনসিংহে আজ থেকে শুরু ইজতেমা পূর্ববর্তী জোড়
পরবর্তি সংবাদবাংলাদেশে পুশইন বন্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুন : ইসলামী আন্দোলন