চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানালেন উইঘুর নেতা

চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানালেন উইঘুর নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের নির্বাসিত নেতা দোলকুন ইসা। বুধবার এক বক্তৃতায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ওই আহ্বান জানান তিনি। খবর আল-জাজিরা।

দোলকুন ইসা বলেন, চীনের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক রাখার দিন শেষ। চীনে কিছু ক্যাম্পের আকার আরো বড় করা হয়েছে। সেখানে হয়তো ৩০ লাখ উইঘুর বন্দি আছেন।

উইঘুরদের মগজ ধোলাইর লক্ষ্যে শিনজিয়াং প্রদেশে গণ আটক কেন্দ্র নির্মাণ করছে চীন- এমন তথ্যের কিছু ক্লাসিফাইড নথি ফাঁস হওয়ার পর এমন দাবি তুলেছেন ইসা। তিনি মিউনিখভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি।

উল্লেখ্য, জাতিসংঘের তদন্তকারী দল বলছে, চীনে কমপক্ষে ১০ লাখ উইঘুরকে আটকে রেখে মগজ ধোলাই করা হচ্ছে। তবে জার্মান স্কলার আদ্রিয়ান জেঞ্জ হিসাব করে জানিয়েছেন, জিনজিয়াংয়ে এসব ক্যাম্পে রয়েছেন ১৮ লাখের মতো উইঘুর মুসলিম।

আগের সংবাদ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য ফিলিস্তিনি জনগণ প্রস্তুত’
পরবর্তি সংবাদবর্ণবাদী মন্তব্য করায় মালয়েশিয়ার এমপির বিরুদ্ধে জাকির নায়েকের মামলা