অবিলম্বে গুম ও আটককৃত সব আলেমকে মুক্তি দিন : আল্লামা বাবুনগরী

অবিলম্বে গুম ও আটককৃত সব আলেমকে মুক্তি দিন : আল্লামা বাবুনগরী

ফাতেহ ডেস্ক :

অবিলম্বে গুম ও আটককৃত সব আলেমেরমুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে এক তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি– দেশের মেধাবী আলেমদের গুম করা হচ্ছে। আটকও করা হচ্ছে। বিভিন্ন ভুল ও ঠুনকো অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের আঁধারে তাদের তুলে নেয়া হচ্ছে। সপ্তাহ-মাস-বছর পার হলেও তাদের হদিস মিলছে না। অবিলম্বে গুম ও আটককৃত সব আলেমের মুক্তির দাবি জানাচ্ছি।

নরওয়েতে কোরআন অবমাননা ইস্যুতে প্রধান অতিথির বক্তব্যে বাবুনগরী বলেন, নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে। পবিত্র কোরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না। এর কারণে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

মাহফিলে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের রায় এবং কাদিয়ানি ইস্যুতেও কথা বলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আগের সংবাদইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদাতের রাজনীতি করে : চরমোনাই পীর
পরবর্তি সংবাদবিএসএফের গুলিতে নিহত আরও এক বাংলাদেশি