বেলজিয়ামে মসজিদ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অভিবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

বেলজিয়ামে মসজিদ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অভিবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

স্থানীয় পুলিশ কর্তৃক বেলজিয়ামের এন্টারপেন শহরের একটি মসজিদ বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কমিউনিটি এন্টারপেনবাসী।

জানা গেছে, প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নির্মাণ করেন। এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামাজ আদায় করেন।

গত ২২ নভেম্বর শুক্রবার অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরী পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শত শত মুসল্লি জুমার নামাজ না পড়ে ফিরে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। সবাই এই মসজিদ বন্ধের সুষ্ঠু বিচার দাবি করেন এবং শিগগিরই মসজিদ খুলে দেয়ার জোর দাবি জানান।

আগের সংবাদপেটে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি সেনারা
পরবর্তি সংবাদ‘নিখোঁজ এবং আটক আলেমদেরকে অবিলম্বে ফিরিয়ে দিন’