‘নিখোঁজ এবং আটক আলেমদেরকে অবিলম্বে ফিরিয়ে দিন’

ফাতেহ ডেস্ক :

বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া এবং সাজানো মামলায় আটক আলেমদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, কিছুদিন ধরে টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে আটক দেখিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শুক্রবার সন্ধ্যায় উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অবিলম্বে নিখোঁজ হওয়া আলেম ও নিরাপরাধ জনগণকে ফিরিয়ে দেয়া হোক।

পাশাপাশি আটককৃত সব আলেমকে নিঃশর্ত মুক্তি দেয়ারও দাবি জানান তিনি।

আগের সংবাদবেলজিয়ামে মসজিদ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অভিবাসী বাংলাদেশিদের বিক্ষোভ
পরবর্তি সংবাদখোঁজ পাওয়া গেছে কুরআন গবেষক মাওলানা আতীক উল্লাহ’র