সিয়াচেনে তুষারধসে দুই ভারতীয় সেনার মৃত্যু

সিয়াচেনে তুষারধসে দুই ভারতীয় সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সিয়াচেনে তুষারধসে দুইজন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছে। ওই সময় সেনা দুজন সিয়াচেন হিমবাহের ১৮০০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। শনিবার সকালে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

ঘটনার পর পরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তুষারের নিচে চাপা পড়া ওই দুইজন সেনা সদস্যকে দ্রুত খুঁজে বের করে। এরপর একটি হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসকগণ তাদেরকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি তুষারধসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

আগের সংবাদঅর্থ ও আদর্শ তছরুফের অভিযোগ, ভেঙে গেল মেননের দল
পরবর্তি সংবাদ৯৯৯-এ কল, স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব