
আন্তর্জাতিক ডেস্ক :
দেড় বছরের ধারাবাহিক শান্তি আলোচনা ব্যর্থ হবার কয়েক মাসের মাথায় আবারও তালেবানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা।
দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে অপরাজেয় তালেবানের সঙ্গে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তারা ধারাবাহিক আলোচনা শুরু করেন। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও পরে তা বাতিল করে দেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি দুই পক্ষের বন্দী বিনিময়ের পর চুক্তি নিয়ে নতুন করে আশা দেখা দেয়।
সিনিয়র তালেবান কমান্ডাররা জানিয়েছেন, গত সপ্তাহে কাতারে মার্কিন আলোচকদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক শুরু হয়েছে।
মার্কিন মধ্যস্থতকারী জালমায় খালিজাদ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করতে কাবুল পৌঁছেছেন। আফগান পররাষ্ট্র দফতর জানায়, সেখান থেকে তিনি কাতারে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালেবান চায়, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার। আর যুক্তরাষ্ট্র চায়, সেখানে তাদের সেনা ও মিত্রদের নিরাপত্তা। তবে আফগান সরকারকে মার্কিন পুতুল আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনায় বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে তালেবান।