অশ্লীল সিনেমায় নবি-পরিবারের নামের অপমান বরদাশত করা হবে না : আতাউল্লাহ হাফেজ্জী

অশ্লীল সিনেমায় নবি-পরিবারের নামের অপমান বরদাশত করা হবে না : আতাউল্লাহ হাফেজ্জী

ফাতেহ ডেস্ক :

অশ্লীল সিনেমায় নায়িকার নাম উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকার (রা.) নামে নামকরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ন ডরাই’ সিনেমার মূল চরিত্রে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী মুসলমাদের আম্মাজান আয়েশা (রা.) এর নাম ব্যবহার করে মুসলমানদের প্রাণপ্রিয় নবিপরিবারকে অপমান করা হয়েছে। যা ইসলাম ধর্মের উপর নির্মমভাবে আঘাত হেনেছে। ৯৫ ভাগ মুসলমানের দেশে অশ্লীল চলচিত্রে নবিপরিবারের নামের অপমান বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষী-চক্র ইচ্ছে করেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এই পবিত্র নামটিকে সিনেমায় ব্যবহার করেছে। অশালীন চরিত্রের জন্য সম্মানিত নাম আম্মজান আয়েশা (রা.)-কে বেছে নিয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে নোংরা চলচিত্রের নির্মাতা ও সেন্সর বোর্ডের সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এ নোংরা চলচিত্র সিনেমাহলসহ অন্যকোনো মিডিয়া চ্যানেলে ও প্রচারমাধ্যমে যাতে সম্পচার হতে না পারে সে জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

আগের সংবাদবিদেশি
পরবর্তি সংবাদ‘কাতারে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকারিভাবে চেষ্টা করতে হবে’