
ফাতেহ ডেস্ক :
বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও যাত্রাবাড়ির তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের হাফেজরা প্রতিযোগিতার মাধ্যমে বেশ কয়েক বছর যাবত কাতারে যাওয়ার সুযোগ পেতো। এ বছরও হাফেজদের জন্য সে সুযোগ আসে। ছয় হাজারেরও অধিক হাফেজ তাদের নাম নিবন্ধন করান। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে প্রথমবার তারিখ পেছালেও দ্বিতীয়বার এ পথ বন্ধ হয়ে যায়। এটা বাংলাদেশের হাফেজদের জন্য বড় অশনি সংকেত।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এসব কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি দ্রুত সমাধানের পথ সুগম করার আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, কাতারে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে। কারণ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার দেশের হাফেজগণ। প্রবাসী হাফেজরা দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে বড় অবদান রাখছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাতার ধর্মমন্ত্রণালয় কর্তৃক ইমাম নিয়োগ বন্ধ হওয়ায় তা পুনরায় চালু করার জন্য আপনার সহযোগিতা চাই। কাতার রাষ্ট্রদূতের মাধ্যমে অতিসত্ত্বর এই সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করুন। দেশের হাজার হাজার হাফেজের কর্মসংস্থানের ব্যবস্থা করলে আপনি দেশের হাফেজদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।