
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের জলপাইগুড়ি শহরে এবার এনআরসি আতঙ্কে এক ভাওয়াইয়া শিল্পী আত্মহত্যা করেছেন। খবর জি নিউজ।
আত্মঘাতী হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন (৬৯)। তিনি জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের বাসিন্দা। তিনি ওই এলাকায় মুর্শিদি ও ভাওয়াইয়া গানের শিল্পী হিসাবেই বেশি পরিচিত ছিলেন। আর শিল্পী হিসাবে তিনি সরকারি ভাতাও পেতেন।
তার পরিবারের দাবি, মাস খানেক ধরেই নিজের একটি জমি সংক্রান্ত সমস্যা চলছিল। ওই জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আতঙ্ক চেপে বসেছিল তার মনে। সেই অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি।
জেলা পরিষদের সহ সভাপতিরও দাবি, এনআরসি আতঙ্কের কারণেই আত্মঘাতী হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর প্রাথমিক তদন্তের পর পুলিশেরও ধারণা, জমি সংক্রান্ত জটিলতার কারণেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ওই শিল্পী।
প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যে এনআরসি হওয়ার পর থেকেই এ নিয়ে আতঙ্কে ভুগছেন পশ্চিবঙ্গ রাজ্যের বসিন্দারা। যদিও বিভিন্ন সভাতেই রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গে এনআরসি হবেই বলে হুঙ্কার দিচ্ছেন বিজেপি নেতারা। ফলে আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। গত কয়েক মাসে এই রাজ্যে এনআরসি আতঙ্কে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় গত ৩ মাসে কেবল জলপাইগুড়িতেই আত্মঘাতী হয়েছেন পাঁচজন।