বরিশালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

বরিশালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

ফাতেহ ডেস্ক :

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাদের খুন করা হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে তাঁরা সলিয়াবাদপুর গ্রামে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে।।

আগের সংবাদমেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫
পরবর্তি সংবাদসরকারি গোয়েন্দা সংস্থা ইশা ছাত্র আন্দোলন দমাতে চাইছে : চরমোনাই পীর