তুরস্কে মার্কিন দূতাবাস কর্মকর্তার কারাদণ্ড, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক:

তুরস্কের একটি সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে মাতিন তপুজ নামে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে তুর্কি আদালত। এই রায়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

দ্য আরব নিউজের বরাতে জানা যায়, মার্কিন ড্রাগ ইনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) অনুবাদক হিসেবে ইস্তাম্বুলের মার্কিন দূতাবাসে কাজ করতেন মাতিন তপুজ। ২০১৬ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভ্যুত্থানে সহায়তার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ৮ বছর ৯ মাসের কারাদণ্ড দেয় তুরস্কের স্থানীয় আদালত।

মাতিন তপুজ বর্তমানে কারাগারে আছেন। ২০১৬ সালে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে সহায়তার অভিযোগের পাশাপাশি, এক পুলিশ কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগের অভিযোগও আনা হয়। তুর্কি প্রশাসন বলছে, গুলেন ও ওই পুলিশ কর্মকর্তাই হলেন সামরিক অভ্যুত্থানের মূল নীল নকশাকারী। তবে গুলেন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

-এ

আগের সংবাদকরোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
পরবর্তি সংবাদঢাকার রেড জোন চূড়ান্ত, থাকবে সাধারণ ছুটি