
ফাতেহ ডেস্ক:
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ‘র ইন্তেকালে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ ১৪ জুন রোববার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ একজন সজ্জন, সদালাপী, বিনয়ী ও ধর্মভীরু ব্যক্তি ছিলেন। তিনি পবিত্র কুরআনের হাফেজ ছিলেন। মন্ত্রীত্ব লাভের পর ধর্মমন্ত্রনালয় প্রশাসনকে দূর্নীতিমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। দেশের আলেমদের সাথে তাঁর সুসম্পর্ক ছিল।
ধর্মীয় যে কোন বিষয়ে তিনি আলেমদের সাথে পরামর্শ করতেন। তার ইন্তেকালে জাতি একজন আলেম বান্ধব মন্ত্রীকে হারালো।
নেতৃদ্বয় মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-এ