পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২১

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় একটি বাসে থাকা অন্তত ২১ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃতদের অধিকাংশই পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের অধিবাসী বেলে জানা গেছে।

বিবিসির খবরে সরকারি এক কর্মকর্তা জানান, পাঞ্জাব প্রদেশের শেইখুপুরা শহরের কাছে একটি প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিংয়ে করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে বাসটির ২১ যাত্রী মারা যায়। তাদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী৷ তারা নানকানা সাহিব শহর থেকে তীর্থযাত্রা শেষে ফারুকাবাদে যাচ্ছিল।

বিবিসি জানায়, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে ট্রেনের কোনো যাত্রী নেই বলেই ধারণা করা হচ্ছে।

আগের সংবাদপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের কারণে আমিরাতে জুমার নামাজ বন্ধ