‘খাশোগির মরদেহ টুকরো করে পোড়ানো হয়েছে’

ফাতেহ ডেস্ক:

আলোচিত সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলার ধারণাই জোরালো হয়েছে তুর্কি আদালতে। জানা গেছে, সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি দূতাবাসে ঢোকার পরই তন্দুর চুলা প্রায় এক ঘণ্টা জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার (০৩ জুলাই) তুর্কি আদালতে খাশোগি হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে সে সময় উপস্থিত সৌদি দূতাবাসকর্মী জাকি দামির এই তথ্য জানান।

খাশোগি হত্যার বিচারের প্রথম দিন সাক্ষ্য দিতে গিয়ে কনস্যুলেটের টেকনিশিয়ান জাকি দামির আরো বলেন, খাশোগি তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে দূতাবাসে ঢোকার পর তাকে আবাসিক ভবনে ডাকা হয়। সেখানে পাঁচ–ছয়জন ব্যক্তি ছিলেন। তারা আমাকে তন্দুরের ওভেন জ্বালাতে বলেন। সেখানে পরিবেশ থমথমে ছিল।

তুর্কি কর্মকর্তারা এর আগেও বলেছেন, পুলিশের ধারণা, হত্যাকারীরা খাশোগির মরদেহ পুড়িয়ে অথবা টুকরো করে কেটে উধাও করে দেওয়ার চেষ্টা চালিয়েছে।

তুর্কি আদালতে জাকি দামির তার সাক্ষ্যে আরো বলেছেন, ওই দিন তিনি দূতাবাসের বাগানে মাংস কাটার বেশ কয়েকটি বোর্ড দেখেছিলেন। কাবাবজাতীয় কিছু পড়ে থাকতে দেখেছিলেন। চুলার চারপাশের মার্বেলের স্ল্যাবগুলোর রং বদলে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল, সেগুলো কোনো রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। সূত্র: পার্সটুডে।

-এ

আগের সংবাদক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী ট্যারেন্টের ফাঁসির রায়
পরবর্তি সংবাদপশুর হাটের ইজারা নিয়ে দোদুল্যমান ঢাকার দুই সিটি