কবি
বুকে আছে বিশ্বাস
ঈমানের নূর
একা একা চলেছেন
হেঁটে বহুদূর।
পাক সাফ দেহমন
নয় নেশাবুঁদ
আমাদের কবি তিনি
আল মাহমুদ।
মেঘের নাটাই
জলের সুতো লম্বা এবং পুরু
আকাশ থেকে নামছে শুধু
নেই শেষ তার শুরু।
মধ্যি রাতে
দিন দুপুরে,
পাখির বাসায়
মাঝ পুকুরে
মেঘের নাটাই ছাড়ছে সুতো ছাড়ছে
সুতোর টানে মন যেন কে কাড়ছে।
জলের ফোঁটা
টিনের চালে
গাছের ডালে
জলের ফোটা টুপ্
দুষ্টু ছেলে
শেষ বিকেলে
দেয় পুকুরে ডুব।
রাত দু’পরে
হঠাৎ করে
একটু কাশি খুক্
একটু নুয়ে
আলতো ছুঁয়ে
কাঁপে মায়ের বুক।